গল্পে গল্পে হযরত ওমর (রাঃ) pdf – বই


হযরত ওমর (রাঃ) বা উমর ইবনুল খাত্তাব ছিলেন ইসলামের দ্বিতীয় খলীফা এবং প্রধান সাহাবীদের অন্যতম। আবু বকর রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এর মৃত্যুর পর তিনি দ্বিতীয় খলীফা হিসেবে দায়িত্ব নেন। উমর রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ইসলামী আইনের একজন অভিজ্ঞ আইনজ্ঞ ছিলেন। ন্যায়ের পক্ষাবলম্বন করার কারণে তাকে আল-ফারুক (সত্য মিথ্যার পার্থক্যকারী) উপাধি দেওয়া হয়। আমীরুল মু’মিনীন উপাধিটি সর্বপ্রথম তার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এছাড়াও তিনি ছিলেন ইসলামের নবী মুহাম্মাদের শ্বশুর, যেহেতু ওমর রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহুর মেয়ে হাফসা ছিলেন আখেরী নবী ও রাসূল, হাবীবুল্লাহ, হযরত মুহাম্মাদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আহলিয়া বা স্ত্রী।

নিচের বইটি থেকে আমরা গল্পের মাধ্যমে হযরত ওমর (রাঃ) সম্পর্কে জানবো। বইটি পড়তে ও ডাউনলোড করতে নিচের বাটন চাপুনঃ 

download

বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় জানতে ভিজিট করুন www.prosno.xyz | সাথেই থাকুন www.IslamBangla.Com ভিজিট করতে থাকুন ।


error: Content is protected !!