সাত শ্রেনীর ব্যাক্তির জন্য ফেরেশতারা দোয়া করে থাকেন,হাদীস ও বানী পর্ব – ২
সাত শ্রেনীর ব্যাক্তির জন্য ফেরেশতারা দোয়া করে থাকেন:
১) ওযূ অবস্থায় ঘুমানো ব্যক্তি (আল ইহসান ফি তাকরির সহীহ ইবনে হিব্বান ৩/৩২৮-৩২৯)
২) নামাজের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি (সহীহ মুসলিম ৬১৯)
৩) প্রথম কাতারে নামাজ আদায়কারী ব্যাক্তি (সহীহ ইবনে হিব্বান)
৪) রাসূল (সাঃ) এর প্রতি দুরূদ পাঠকারী ব্যাক্তি (সহীহ ইবনে হিব্বান)
৫) অসুস্থ রোগীকে দেখতে যাওয়া ব্যাক্তি (সহীহ ইবনে হিব্বান ২৯৫৮)
৬) মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী ব্যাক্তি (সহীহ মুসলিম ৮৮)
৭) কল্যাণের পথে দানকারী ব্যাক্তি (বুখারী ১৪৪২)
ইংশাআল্লাহ আমারা উপরোক্ত হাদিসগুলো মানাবো এবং আমাদের অন্য মুসলিম ও দিনি ভাইদের কে মানার জন্য দাওয়াত দিবো।
অনলাইনে নিরাপদ থাকতে ব্যাবহার করুন “Maxthon ব্রাউজার“। ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন