সুরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত | Surah Bakarah Last 2 Ayat
সুরা বাকারা (Surah Bakarah) পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা। এ সুরার রয়েছে বিশেষ ফজিলত ও তাৎপর্য। সুরা বাকারা কোরআনুল কারিমের দ্বিতীয় ও বড় সুরা। তন্মধ্যে শেষ দুই আয়াতেরও রয়েছে ফজিলত ও আমল। নিয়মিত এ অংশের আমল বান্দাকে নানা বিপদাপদ থেকে রক্ষা করবে। কী সেই ফজিলত ও আমল?
রাসুলুল্লাহ (সা.)-কে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসুল (সা.), কোরআনের কোন সুরা সবচেয়ে বেশি মর্যাদাবান? তিনি বললেন, সুরা এখলাস। এরপর আবার বললেন, কোরআনের কোন আয়াতটি মর্যাদাবান? তিনি বললেন, আয়াতুল কুরসি। এরপর আবার বলেন, হে আল্লাহর নবী, আপনি কোন আয়াতকে পছন্দ করেন, যা দ্বারা আপনার ও আপনার উম্মত লাভবান হবে। নবীজি (সা.) বললেন, সুরা বাকারার ২৮৫-২৮৬ নম্বর আয়াত, যা এই সূরার শেষ দুটি আয়াত।
এ দুটি আয়াত কখন অবতীর্ণ হয়?
সহিহ্ মুসলিমে এ দুটি আয়াতের ব্যাপারে বর্ণিত আছে যে, ‘এ দুটি আয়াত রাসুল (সা.)-কে মিরাজের রাতে পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে আসমানে দান করা হয়েছে।’
সুরা বাকারার শেষ দুই আয়াতের আমল ও ফজিলত:
সুরা বাকারার শেষ আয়াত দুটি নিয়ে হাদিসে আরও অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। এ দুটি আয়াতের ফজিলত প্রসঙ্গে নবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি রাতে এ দুটি আয়াত পাঠ করবে, তার জন্য এটাই যথেষ্ট।’
জুবাইর ইবনু নুফাইর (রা.) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সুরা আল-বাকারাকে আল্লাহ তাআলা এমন দুটি আয়াত দ্বারা শেষ করেছেন, যা আমাকে আল্লাহর আরশের নিচের ভান্ডার থেকে দান করা হয়েছে। তাই তোমরা এ আয়াতগুলো শিখবে। তোমাদের স্ত্রীদেরও শেখাবে। কারণ এ আয়াতগুলো হচ্ছে রহমত, (আল্লাহর) নৈকট্য লাভের উপায় ও (দীন দুনিয়ার সকল) কল্যাণলাভের দোয়া।’ [মিশকাতুল মাসাবিহ: ২১৭৩]
বদরি সাহাবি আবু মাসউদ (রা.) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সুরা বাকারার শেষে এমন দুটি আয়াত রয়েছে, যে ব্যক্তি রাতের বেলা আয়াত দুটি তিলাওয়াত করবে, তার জন্য এ আয়াত দুটোই যথেষ্ট। অর্থাৎ রাতে কোরআন মজিদ তিলাওয়াত করার যে হক রয়েছে, কমপক্ষে সুরা বাকারার শেষ দুটি আয়াত তিলাওয়াত করলে তার জন্য তা যথেষ্ট।’ [সহিহ্ বুখারি: ৪০০৮]
হজরত আলী (রা.) বলেছেন, ‘আমার মতে যার সামান্য বুদ্ধিজ্ঞান আছে, সে এ দুটি আয়াত পাঠ করা ছাড়া নিদ্রা যাবে না।’
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেন যে রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, ‘যখন আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয়, তখন তিনটি জিনিস দান করা হয়। ১. পাঁচ ওয়াক্ত নামাজ, ২. সুরা বাকারার শেষ দুই আয়াত, ৩. এ উম্মতের মধ্যে যারা শিরক করে না, তাদের কবিরা গুনাহ মাফ হওয়ার সুসংবাদ।’ [মুসলিম, তাফসিরে মাজহারি]
শুধু তা-ই নয়, তাফসিরে মাজহারতে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘যখন আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয়, তখন তিনটি জিনিস দান করা হয়-
১. পাঁচ ওয়াক্ত নামাজ,
২. সুরা বাকারার শেষ দুই আয়াত,
৩. এ উম্মতের মধ্যে যারা শিরক করে না, তাদের কবিরা গুনাহ মাফ হওয়ার সুসংবাদ।’
রান্নার বাংলা রেসিপি ভিজিট করুন www.FoodingBD.com | বিভিন্ন তথ্য পেতে ভিজিট www.sehetu.com
Keywords:
surah baqarah last 3 ayat fojilot bangla, Surah baqarah last 3 ayat bangla pdf, Surah baqarah last 2 ayat bangla, Sura bakara ses 3 Ayat pic, Sura bakara ses 3 ayat bangla pic, Surah Baqarah last 3 Ayat in English, Sura bakara ses 3 Ayat PDF, Surah baqarah ayat 285 and 286 in bangla,
Surah baqarah 284 286 bangla, sura bakara ses 2 ayat, Sura bakara ses 2 ayat PDF, Sura bakara ses 2 ayat arbi, Surah baqarah last 2 ayat bangla, Sura bakara ses 2 ayat fojilot, Sura bakara ses 3 Ayat, Surah baqarah last 2 ayat bangla pdf,
সূরা ফাতিহা ও সূরা বাকারার শেষ দুই আয়াত, সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা অর্থসহ, সূরা বাকারার শেষ তিন আয়াতের ফজিলত, সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ সহ pdf, সূরা বাকারার শেষ দুই আয়াত এর তাফসীর, সূরা হাশরের শেষ দুই আয়াত, সূরা বাকারার শেষ দুই আয়াত আরবি, সূরা বাকারার শেষ দুই আয়াতের ছবি,