সালাতুল তাসবীহ নামাজের নিয়ম ও অপরিসীম ফজিলত


সালাতুত তাসবীহ একটি নফল নামাজ যা বিশেষভাবে বলা যায় আল্লাহর জিকির ও গুনাহ মাফের জন্য আদায় করা হয়। সালাতুত তাসবিহ নামাজ ৪ রাকাত যেখানে প্রতি রাকাতে অতিরিক্ত ৭৫ বার করে ৪ রাকাতে সর্বমোট ৩০০ বার (সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার) এই তাসবিহ পড়তে হয়। এই নামাজের ফজিলত সম্পর্কে নিম্নলিখিত হাদিস বর্ণিত হয়েছেঃ

 

সালাতুত তাসবীহ সম্পর্কিত হাদিসঃ

হাদিসের উৎস ও বর্ণনাঃ

১. আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত:

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার চাচা আব্বাস (রাঃ)-কে বলেন:

“হে চাচা! আমি আপনাকে একটি উপহার দেব। আমি আপনাকে এমন একটি নামাজ শিখাব, যা পড়লে আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যতের, নতুন ও পুরাতন, ভুলবশত ও ইচ্ছাকৃত সব গুনাহ মাফ করে দেবেন।” এরপর তিনি তাকে সালাতুত তাসবীহ নামাজের নিয়ম শিখিয়ে দেন। (সূত্র: আবু দাউদ, হাদিস ১২৯৭, ইবনে মাজাহ, হাদিস ১৩৮৭, সহিহ ইবনে খুজাইমা, হাদিস ১২১৬, সুনানে বায়হাকি কুবরা, হাদিস ৪৬৯৫, তিরমিজি ৪৮১, মুসতাদরাক আল-হাকিম ১/৩১৮)

২. ইমাম তিরমিজি (রহ.) বলেন: 

“এটি একটি গরিমা সম্পন্ন হাদিস। কিছু মুহাদ্দিস একে হাসান বলেছেন।”

 

সালাতুত তাসবীহের ফজিলত:

* এই নামাজ পড়লে ছোট-বড়, পুরাতন-নতুন, গোপন-প্রকাশ্য সব গুনাহ মাফ হয়ে যায়।

* এটি নফল হলেও রাসূল (সা.) এর সুন্নাহ হিসেবে গণ্য হয়।

* ইবনে আব্বাস (রা.) বলেন, রাসূল (সা.) বলেছেন, “তুমি যদি পারো তবে প্রতিদিন একবার আদায় করো, যদি না পারো তবে প্রতি সপ্তাহে একবার, যদি তাও সম্ভব না হয় তবে প্রতি মাসে একবার, যদি সেটাও না পারো তবে বছরে একবার, আর যদি সেটাও সম্ভব না হয় তবে জীবনে অন্তত একবার এটি আদায় করো।” (সূত্র: আবু দাউদ ১২৯৭, তিরমিজি ৪৮১, ইবনে মাজাহ ১৩৮৭)

সালাতুত তাসবীহ একটি বিশেষ নফল নামাজ যা মহান আল্লাহর নৈকট্য অর্জন এবং গুনাহ মোচনের জন্য সুন্নাহ দ্বারা প্রমাণিত। যদিও কিছু মুহাদ্দিস এই হাদিসকে দুর্বল বলেছেন, তবে অনেক ফকিহ ও মুহাদ্দিস এটিকে আমলযোগ্য বলেছেন।

 

সালাতুত তাসবীহ নামাজের নিয়মঃ

১। ৪ রাকাত নামাজ পড়তে হবে

২। প্রতিটি রাকাতে মোট ৭৫ বার (সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার) পড়তে হবে।

৩। তাসবীহ পড়ার ধাপ:

-সূরা ফাতিহা পড়ার আগে – ১৫ বার

-সূরা ফাতিহা ও অন্য সূরা মিলানোর পর – ১৫ বার

-রুকুতে গিয়ে তাসবির পর – ১০ বার

-রুকু থেকে উঠে দাঁড়িয়ে তাসবির পর – ১০ বার

-প্রথম সিজদায় গিয়ে তাসবির পর – ১০ বার

-সিজদা থেকে ওঠার তাসবির পর – ১০ বার

-দ্বিতীয় সিজদায় তাসবির পর – ১০ বার

-এভাবে ৪ রাকাতে মোট ৩০০ বার তাসবীহ পড়া হবে।

প্রথম রাকাত এ সানা পড়ার পর তাসবিহ ১৫ বার পড়তে হবে। তারপর স্বাভাবিক নিয়মে সুরা ফাতিহা ও অন্য আরেকটি সুরা পড়ার পর তাসবিহ ১০ বার পড়তে হবে। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পর তাসবিহ ১০ বার পড়তে হবে। রুকু থেকে দাঁড়িয়ে ‘রাব্বানা লাকাল হামদ’ পড়ার পর তাসবিহ ১০ বার পড়তে হবে। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ার পর তাসবিহ ১০ বার পড়তে হবে। প্রথম সিজদা থেকে বসে তাসবিহ ১০ বার পড়তে হবে। আবার সিজদায় গিয়ে সিজদার তাসবিহর পর তাসবিহ ১০ বার পড়তে হবে। এভাবে প্রতি রাকাতে মোট ৭৫ বার এ তাসবিহ পাঠ করতে হবে। একইভাবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাকাত পড়তে হবে। (তিরমিজি হাদিস ৪৮১, আবু দাউদ হাদিস ১২৯৭, ইবনু মাজাহ হাদিস ১৩৮৬, ১৩৮৭, মুসতাদরাক হাকিম ১/৪৬৩-৪৬৪, ইবনু খুযাইমা ২/২৩-২৪, মাজমাউয যাওয়াইদ ২/২৮১-২৮৩, তারগিব ১/৩৫৩-৩৫৫)

তবে কোনো এক স্থানে তাসবিহ পড়তে সম্পূর্ণ ভুলে গেলে বা ভুলে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম পড়লে পরবর্তী যে রুকনেই স্মরণ আসুক সেখানে সংখ্যার সঙ্গে এই ভুলে যাওয়া সংখ্যাগুলোও আদায় করে নেবে।

সতর্কতাঃ কিছু মুহাদ্দিস সালাতুল তাসবিহ সম্পর্কিত হাদিসকে দুর্বল বলেছেন, তবে অনেক বড় ইমামগণ এটিকে আমলের উপযোগী বলেছেন এবং অনেক সাহাবী এটি পালন করেছেন।

 

Search Keywords:

salatul tasbeeh namaz bangla, Salatul tasbeeh namaz porar niom, salatul tosbi namaj kivabe porbo bangla niyom, Salatul Tasbeeh namaz Dua, Salatul tasbih dua bangla, Salatul tasbeeh namaz new, salatul tasbih pdf, Salatul Tasbeeh Namaz niyat, salatul tasbeeh namaz er niyot, Salatul Tasbeeh namaz niyam, salatul tosbi namaj ki jayej naki bidat,

Salatul tasbeeh namaz new, Salatul Hajat namaz niyat, Salatul hajat namaz niyat Arabic, Tahajjud namaz er niyat, tahajjud namaj er fojilot, Salatul tasbih namajer niom, Salatul Tasbeeh Namaz niyat, Salatul tasbeeh namaz new, Salatul Tasbih Namaz, salatul tasbi namajer fijilot, Salatul hajat namaz kokhon porte hoy, salatut tasbi namaj er niyom o fojilot,

salatut tosbi kivabe porte hoy, salatut tosbi namaj niyom bangla, salatut tosbi namaj a kon doa porte hoy, salatul tasbi namazer doa, subahanallahi olhamdulillahi ola ilaha illallahu allahu akbar, subahan allahi oal hamdulillahi ola ilaha, salatul tosbi namajer hadis, salatut tasbi bangla niyom o fojilot, salatut tasbi namaj ki bidat, salatul tosbi namaj pora jabe kina,

সালাতুত তাসবিহ নামাজের নিয়ম,

সালাতুত তাসবিহ পড়বেন যেভাবে, সালাতুত তাসবীহ – উইকিপিডিয়া, সালাতুত তাসবিহ নামাজের নিয়ম নিয়ত ও তাসবিহ, মহিলাদের সালাতুল তাসবিহ নামাজের নিয়ম, সালাতুল তাসবিহ নামাজের নিয়ম ও ফজিলত, সালাতুল তাসবিহ নামাজের নিয়ম pdf, সালাতুল তাসবিহ নামাজের নিয়ত, সালাতুল তাসবিহ নিয়ত, সালাতুল তাসবিহ নামাজের নিয়ম ও ফজিলত, মহিলাদের সালাতুল তাসবিহ নামাজের নিয়ম,

সালাতুল তাসবিহ নামাজ সুন্নত নাকি নফল, সালাতুত তাসবিহ নামাজের সময়, সালাতুল তাসবিহ নামাজের নিয়ম pdf, সালাতুত তাসবিহ নামাজের নিয়ম আল কাউসার, সালাতুত তাসবিহ নামাজের হাদিস, সালাতুল তাসবিহ নামাজের নিয়ত আরবিতে, সালাতুত তাসবীহ গুরুত্ব, ফজিলত ও নিয়ম, বিশ্বনবী সালাতুত তাসবিহ পড়তে বলেছেন যেভাবে, মহিলাদের সালাতুল তাসবিহ নামাজের নিয়ম, সালাতুল তাসবিহ নামাজের নিয়ম ও ফজিলত, সালাতুত তাসবিহ নামাজের হাদিস, সালাতুল তাসবিহ নামাজের নিয়ত, সালাতুত তাসবিহ নামাজের নিয়ম, সালাতুত তাসবিহ নামাজ কি বিদআত,

salatut tasbi namaj related hadis,

What is the hadith of Salat al-Tasbih, Salatul Tasbeeh Namaz ka tarika, Salatul Tasbeeh hadith In bangla, Salatul Tasbih benefits, Salatul Tasbih Dua, Salatul Tasbeeh is nafl or sunnah, Salatul Tasbeeh ki namaz ka time, Salatul Tasbeeh ahle Hadees, Salatul Hajat, What did the Prophet say about tasbeeh, What is the importance of Salatul Tasbih, What is salat-e-tasbih,

তাসবিহ সম্পর্কে নবীজী কি বলেছেন, ডান হাতে তাসবীহ গণনা করার হাদীছ সমূহ, তাসবিহ পড়ার নিয়ম, হাতে তাসবীহ পড়ার নিয়ম, তাসবিহ দানা কি বিদআত, ৬ তাসবিহ কি কি, তাসবিহ পাঠ নিয়ম, নামাজের তাসবীহ সমূহ, তাসবিহ গণনার নিয়ম, বাম হাতে তাসবীহ পড়া যাবে কি, সালাতুল তাসবিহ সম্পর্কে নবীজী কি বলেছেন, সালাতুল তাসবিহ নামাজ বিদআত নাকি সহিহ, সালাতুল তাসবিহ নামাজ সুন্নত নাকি নফল, সালাতুত তাসবিহ নামাজের ফজিলত, সালাতুল তাসবিহ নামাজের নিয়ম ও ফজিলত,


error: Content is protected !!