কী কী কারণে গোসল ফরজ হয়? ফরজ গোসলের ইসলামিক নিয়ম


মুসলিম জীবনে ফরজ গোসলের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক বেশ কিছু কারণে মানুষ অপবিত্র হয়ে যায়। তখন পবিত্র হতে হয় অজু অথবা গোসলের ফরজ আদায়ের মাধ্যমে। যেসব কারণে একজন মানুষের ওপর গোসল ফরজ হয় এবং গোসল ছাড়া পবিত্রতা অর্জন হয় না এমন ৬ টি কারণ তুলে ধরা হলো-

 

১. স্বামী-স্ত্রী সহবাস করলে কিংবা পুরুষের স্বপ্নদোষ হলে।

হজরত আয়েশা (রা) থেকে বর্ণিত, এক হাদীসে রাসূলুল্লাহ (স) বলেছেন, ‘যখন কোন পুরুষ তার (স্ত্রীর) দুই পা ও দুই রানের মাঝে বসবে এবং একের লজ্জাস্থান অপরের লজ্জাস্থানের সাথে লেগে যাবে তখন (দু’জনেরই) গোসল ফরয হয়ে যাবে।’ (মুসলিম: ৩৪৯)

২. নারীদের ঋতুস্রাব অথবা পিরিয়ড হলে।

হায়েয ও নিফাসের রক্ত একই । হায়েয হলো মেয়েদের মাসিক রক্তস্রাব, আর নিফাস হলো সন্তান প্রসবের পর প্রবাহিত রক্ত। উভয় রক্ত প্রবাহ যখন বন্ধ হবে তখনই গোসল ফরয হয়ে যায় । আয়েশা (রা) থেকে বর্ণিত, রাসূল (স) ফাতেমা বিনতে আবু ইবাইসকে আদেশ করেন, “হায়েয শুরু হলে সালাত ছেড়ে দাও । আর হায়েয শেষ হলে গোসল কর এবং নামায পড়তে শুরু কর।” (বুখারী: ৩২০, আধুনিক: ৩০৯, ইফা: ৩১৪)

৩. সন্তান প্রসবের পর রক্তপাত বন্ধ হলে।
৪. মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিতদের জন্য।

কোন মুসলমান ব্যক্তি মারা গেলে তাকে গোসল দেওয়া জীবিতদের উপর ফরয। রাসূলুল্লাহ (স) বলেছেন, ‘তাকে বরই পাতামিশ্রিত পানি দিয়ে গোসল দাও। (বুখারী: ১২৬৬)। তবে যারা যুদ্ধক্ষেত্রে শহীদ হয় তাদের জন্য গোসল ফরয নয়।

৫. কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করলে।

কোনো ব্যক্তি অমুসলিম থাকা অবস্থায় বিভিন্ন কারণে নাপাক অবস্থায় থাকতে পারে তাই তিনি মুসলিম হলে ফরজ গোসল করতে হবে।

৬. লজ্জাস্থান থেকে মনি নির্গত হলে।

যেকোন কারণেই হোক যদি বীর্যপাত হয় তাহলে গোসল ফরয হবে । আর তা বৈধ-অবৈধ যেকোন পন্থায়ই হোক। আর যদি কারো সাদা গাঢ় পানি বের হয়, কিন্তু উত্তেজনার সাথে নয়, আর সে সাবালেগও নয় তাহলে ধরা হবে এটি একটি রোগ। এ জন্য গোসল ফরয হবে । তখন লিঙ্গের মাথা ধৌত করে শুধু ওযু করে ফেললেই হবে।

রাসূলুল্লাহ (স) বলেছেন, “যদি (লজ্জাস্থানের অগ্রভাগে) মযী দেখতে পাও তাহলে তোমার লিঙ্গ ধুয়ে নাও এবং সালাতের ওযূর মতো ওযু করে ফেল । আর যদি সজোরে প্রবাহিত হয়ে মনি বের হয়ে আসে তাহলে গোসল কর।” (আবু দাউদ: ২০৬)

 

ফরজ গোসলের শরীয়াহ ভিত্তিক সঠিক নিয়মঃ
১। বিসমিল্লাহ বলে শুরু করাঃ

বিসমিল্লাহির রহমানির রহিম বলে গোসল শুরু করা। তবে গোসলখানা এবং পায়খানা একত্রে থাকলে বিসমিল্লাহ্ মুখে শব্দ করে বলা যাবে না।

২। দুই হাত ধৌত করাঃ

শুরুতে দুই হাত (প্রথমে ডান পরে বাম হাত) কব্জি পর্যন্ত ৩ বার ধৌত করা।

৩। লজ্জাস্থান ধৌত করাঃ

বাম হাতে লজ্জাস্থান পানি দ্বারা পরিষ্কার করা যেন নাপাকি লেগে থাকলে ধুয়ে যায় । সম্ভব হলে ইস্তিঞ্জা করা; এতে নাপাকী সম্পূর্নরূপে বের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।

৪। নাপাকী ধৌত করাঃ

শরীরের অন্য কোনো স্থানে নাপাক বা নোংরা কোনো বস্তু লেগে থাকলে তা পানি দ্বারা ধৌত করা।

৫। ওযু করাঃ

পা ধৌত করা বাদে সালাতের ওযুর ন্যায় ওযু করা।

৬। সমস্ত শরীর ধৌত করাঃ

প্রথমে মাথায় পানি দিয়ে গোষল শুরু করা। এরপর ভালভাবে গোসল করা, এমনভাবে শরীর ধৌত করতে হবে যাতে একটি লোমকূপও শুকনো না থাকে।

৭। পা ধৌত করাঃ

যে জায়গায় গোষল শুরু করেছিলেন সেখান থেকে একটু সরে গিয়ে বা কোনো শুকনো জায়গায় সরে গিয়ে দুই পা উত্তমরূপে ধৌত করা যেভাবে ওযু করা সময় ধৌত করা হয়।

(সহীহ বুখারী- ২৪২(আ.প্র.), ২৪৭(ই.ফা.), ২৫৭, ২৫৯. ২৬০, ২৬৬, ২৭৪, ২৭৬, ২৮১; মুসলিম ৩/৯ হাদীস নং-৩১৭:আহমাদ-২৬৮৬১)

Click to Download HD Photo
 

রান্নার বাংলা রেসিপি ভিজিট করুন www.FoodingBD.com | বিভিন্ন তথ্য পেতে ভিজিট  www.sehetu.com

For More Islamic Posts Visit www.IslamBangla.Com | For Information about BD Visit www.sehetu.com

Search Keywords:

Foroz gosol er niyom banglai, foroj gosol keno kore, Meyeder foroj gosol kokhon korte hoy, Foroj gosol na korle ki hoy, Gosol er foroj koyta, foroj gosol kivabe korte hoy, foroj gosol ki, foroj gosol bangla, kokhon gosol foroj hoy, Foroj gosol er dua, Foroj gosoler niyot bangla, Foroj gosoler dua bangla, foroz gosol er islamic niyom,

foroz goshol na korle ki hoy, Ojur foroj koyti o ki ki, foroj gosol na kore ghumale ki hoy, gosol foroj hoar karon ki ki, Islamic way of faraj gosol, foroz gosol islamic niyom hadis quran onujayi, foroj gosoler sothik niyom bangla,

ফরজ গোসলের নিয়ম ও দোয়া, সহবাসের পর গোসল না করে রান্না বা খাওয়া যাবে কি ইসলামী ব্যাখ্যা, গোসল কখন কখন ফরজ হয়, গোসল কেন ফরজ হয়, কতটুকু বীর্য বের হলে গোসল ফরজ হয়, ফরজ গোসল দেরিতে করা যাবে কিনা, ফরজ গোসল না করলে কী হয়, গোসল ফরজ কেন হয়, ফরজ গোসলের নিয়ম, গোসল ফরজ হয় যেসব কারণে, ফরজ গোসলের নিয়ম,

ফরজ গোসলের সঠিক নিয়ম, প্রচণ্ড শীতে গোসল ফরজ হলে ইসলামের সহজ বিধান, ফরজ গোসলের নিয়ম ও দোয়া, ফরজ গোসলের নিয়ম হাদিস, ফরজ গোসলের দোয়া, নারীর ফরজ গোসলের নিয়ম, পুরুষের ফরজ গোসলের নিয়ম, পিরিয়ডের পর ফরজ গোসলের নিয়ম, ফরজ গোসলের নিয়ম কয়টি, ফরজ গোসলের দোয়া আরবিতে,


error: Content is protected !!