ঈমান কাকে বলে? ঈমানে মুজমাল, ঈমানে মুফাচ্ছাল


Iman-faith

ঈমান আরবী শব্দ, অর্থ হচ্ছে মুখে স্বীকৃতি ও অন্তরে বিশ্বাস বাস্তবে তার প্রতিফলন। অর্থাৎ মহান আল্লাহ তা’আলার যাবতীয় আদেশ এবং নিষেধসমূহের উপর ও আল্লাহর প্রেরিত নবী, রাসূল, ফেরেশতা, আখেরাত ইত্যাদির উপর বিশ্বাস রেখে কাজে পরিণত করাকে ঈমান বলে । ঈমান ছাড়া মুসলমান হওয়া যায় না ।


ঈমানে মুজমাল (Iman A Mujmal)

বাংলা উচ্চারণ : আ-মানতু বিল্লা-হি কামাহুয়া-বিআসমা-ইহী ওয়া ছিফা-তিহী ওয়া ক্বাবিলতু জামী’আ আহ্কা-মিহী ওয়া আরকা-নিহী।
অনুবাদঃ আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি ও তাঁর নামসমূহ ও গুণাবলীর প্রতি এবং তার সকল প্রকার নির্দেশাবলী ও বিধানসমূহ মেনে নিলাম।


ঈমানে মুফাচ্ছাল (Iman A Mufassal)

বাংলা উচ্চারণ : আ-মানতু বিল্লা-হি ওয়া মালা–য়িকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রুসুলিহী ওয়াল ইয়াওমিল আ-খিরি ওয়াল কাদরি খাইরিহী ওয়া শাবুরিহী মিনাল্লা-হি তা’আলা ওয়াল বাছি বা’দাল মাউত।



অনুবাদ : আমি ঈমান আনয়ন করলাম মহান আল্লাহ তা’আলার উপর, তাঁর ফেরেশতাদের উপর, তার কিতাবসমূহের উপর এবং তাঁর রাসূলগণের উপর ও পরকালের মহাবিচার দিনের উপর এবং তাকদীরের ভাল এবং মন্দ একমাত্র আল্লাহর পক্ষ থেকে এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। 

বিভিন্ন ইসলামিক বিষয় পড়তে ভিজিট করুন www.IslamBangla.Com । সাথেই থাকুন Prosno.XyZ ভিজিট করতে থাকুন ।

Hazrat Maolana Shamsul Haque, Mina Book House 


Leave a Reply

error: Content is protected !!