পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় (গজল)


পদ্মা মেঘনা যমুনার তীরে
-আইনুদ্দিন আল আজাদ (রহঃ)

পদ্মা মেঘনা যমুনার তীরে;
কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে। (২ বার)
তেমনি আমিও হারিয়ে যাবো, (২ বার)
আসবনা কভু ফিরে।

পদ্মা মেঘনা যমুনার তীরে;
কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে।।

কত মায়া স্নেহ প্রীতি কত স্মৃতি গানে,
মুখরিত ছিল এই অঙ্গন।
কালের আবর্তে ছিড়বেনা তো,
আমাদের প্রীতির এ বন্ধন।। (২ বার)
চিনবেনা তো কোনদিন দেখা হলে,
আসা যাওয়া পথের ধারে।

পদ্মা মেঘনা যমুনার তীরে;
কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে।

ওই চাঁদ ওই তারা ওই আসমান
সবি রবে আগের মত।
থাকবনা আমি শুধু
ক্ষনিকের মিছে এ জীবন। >(২ বার)
তাই কান্নারা বিরহের ঢেউ তুলে যায়,
আমার এ হৃদয় জূড়ে।

পদ্মা মেঘনা যমুনার তীরে;
কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে
পদ্মা মেঘনা যমুনার তীরে;
কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে।

দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহারের জন্য আজই ডাউনলোড করুন Maxthon ব্রাউজার।


error: Content is protected !!