হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে (গজল)


হৃদয় জুড়ে তোমারি প্রেম
– কলরব

হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে,(৩)
কোন সময় আমি যেন.. (৩) ভুলিনা তোমারে। (ঐ)

প্রেম আর ভালোবাসা শুধু তোমার সাথেই হয়,
তুমি ছাড়া অন্য কেহ অতো আপন নয়। (৩)
তাইতো সবার আগে.. খুঁজেছি তোমারে। (ঐ)

যখন আমার কেউ ছিলো না,তখন ছিলে তুমি,
যখন আমার কেউ রবে না, তখনও রবে তুমি।(৩)
চাই প্রভু আমি হারাতে তোমারে। (ঐ)

আমার হৃদয় দাও ভরিয়ে, তোমার আলো দিয়ে।
দুঃখ যত দাও ঘুচিয়ে, তোমার রহম দিয়ে। (৩)
আপন করে নাও প্রভুগো আমারে। (ঐ)

দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের জন্য আজই ডাউনলোড করুন Maxthon ব্রাউজার।


error: Content is protected !!