আখেরাত বা পরকালের উপর ঈমান, তাকদীরের উপর ঈমান


Akhirat-pulsirat

আখেরাত বা পরকালের উপর ঈমান

আখেরাত বা পরকালের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা ঈমানের একটি অন্যতম প্রধান অঙ্গ। দুনিয়ায় মানুষের সুখ-দুঃখের সীমা আছে এবং শেষও আছে কিন্তু পরকালে অর্থাৎ আখেরাতে সুখ-শান্তি ও দুঃখ-কষ্টের কোন সীমা নেই। পরকালে হাশর ময়দানে শেষ বিচারের পরে যারা বেহেশতে প্রবেশ করবে তারা তথায় অনন্তকাল সীমাহীন সুখ-শান্তি ভােগ করতে থাকবে। আর যে সমস্ত কাফের বেঈমান শেষ বিচারের পরে দোযখে নিক্ষিপ্ত হবে, তারা তথায় চিরদিন কঠোর আজাব ভােগ করতে থাকবে। দুনিয়াবী জিন্দেগী অস্থায়ী আর আখেরাতের জিন্দেগী চিরস্থায়ী। এ নশ্বর দুনিয়া হচ্ছে। পান্থশালা, এটা আখেরাতের কৃষিক্ষেত্র। ইহকাল হচ্ছে নেকী কামাইয়েরকর্মস্থল, সঞ্চয়ের স্থান। আর পরকাল হচ্ছে ভােগ করার স্থান।

তাকদীরের উপর ঈমান

হাদীছ শরীফে আছে, হযরত ইবনে ওমর (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছঃ) বলেছেন—আমার উম্মতের মধ্য হতে যারা তাক্বদীরের প্রতি বিশ্বাস করে না, তারা অগ্নিপূজক সমতুল্য ; এ শ্রেণীর মানুষেরা রােগাক্রান্ত হলে তােমরা তাদেরকে দেখতে যাবে না। এরা মৃত্যুবরণ করলে তােমরা তাদের জানাযায় শরীক হবেনা।- (মেশকাত)

বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় জানতে ভিজিট করুন www.prosno.xyz | সাথেই থাকুন www.IslamBangla.Com ভিজিট করতে থাকুন ।

Hazrat Maolana Sumsul Haque, Mina Book House


Leave a Reply

error: Content is protected !!